চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জজ কোর্টের আইনজীবী মোঃ শফিউল আলম আজাদের পিতা চুনারুঘাট উপজেলার রাণীগাঁও মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়(বর্তমান স্কুল এন্ড কলেজ)এর প্রাক্তন প্রধান শিক্ষক আজগর আলী প্রকাশ দুদু মাস্টার আর নেই।
সোমবার (৩ মে) সাড়ে ১১ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকা সামরিক হাসপাতাল(সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার (৪ মে) বাদ জোহর রাণীগাঁও মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জনাযার নামাজ শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,৭ কন্যা সন্তান,৫ পুত্র সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।