নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর শ্রীশ্রীশচীঅঙ্গন ধামে মাধবপুর সাহা ব্রাদার্সের স্বত্বাধিকারী দানবীর, সমাজসেবক ভক্ত বাবু পংকজ কুমার সাহার উদ্যোগে শ্রীশ্রী দূর্গা মন্দির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।
৩ মে আনুষ্ঠানিকভাবে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হিন্দু কল্যাণ ট্রাষ্টের হবিগঞ্জ, মৌলভী বাজার, ও ব্রাক্ষণবাড়ীয়া জেলার দায়িত্ব প্রাপ্ত ট্রাষ্টি ও নৌ পরিবহন মন্রলায়ের সাবেক সচিব বাবু অশোক মাধব রায়।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি বাবু কন্দর্প বনিক মিহির, বাবু পংকজ কুমার সাহা, বাবু কল্যান দত্ত,পরিচালনা কমিটির সম্পাদক নিরঞ্জন সাহা নিরু, যুগ্ম সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য, পরিতোষ বণিক, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় সুজন, অর্থ সম্পাদক শেখর দেব,সদস্য রাজিব ভট্রাচার্য,বিদ্যুৎ মজুমদার অরুন দেব, সুবীর দেব,রিপন চক্রবর্তী, নযন দেব, বাবু পংকজ কুমার সাহা প্রমুখ।