নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে জাটকা (ইলিশ) জব্দ করা হয়ছে।
সোমবার সকালে উপজেলা সদরের স্হানীয় বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে অভিযান চালিয়ে আনুমানিক দেড় কেজি (প্রায়) পরিমাণ জাটকা (ইলিশ) জব্দ করা হয়। অভিযানের সংবাদ পেয়ে জাটকা বিক্রেতা পালিয়ে যায়।
এসময় সকলকে নিষিদ্ধ সময়ের মধ্যে জাটকা মাছ ধরা, পরিবহন ও বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা স্থানীয় আজিমনগর এতিমখানায় হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান । ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে ইলিশের উৎপাদন বাড়াতে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।