সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ : এক ঘন্টা ধইরা বইয়া রইসি, কোন পেসেনজার অই আইসে না। কি একটা লকডাউন আইল, যাত্রী পাইনা। হারাদিন রিক্সা চালাইয়া ও ২০০-৩০০ টাকা রুজি করতাম পারিনা। আর বিশ্বরোড পুলিশে পাইলে অই আবার দৌড়ানি দেয়।
এমন করেই অনেক আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের অটো রিক্সাচালক মুইন উদ্দিন। মুইন উদ্দিন চানপুর গ্রামের লাল মিয়ার পুত্র। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি বিগত ১৫-১৬ বছর ধরে রিক্সা চালান। বেশি যাত্রী পাবার আশায় তিনি ঢাকা সিলেট মহাসড়কের অলিপুরে রিক্সা নিয়ে বের হন।
রবিবার ২ মে বেলা ১১ টায় এ প্রতিবেদকের সাথে কথা হয়। তিনি জানান, লকডাউনে সরকার আমাদের তিনবেলা খাবার নিশ্চিত করেন নি, তাই আমরা পেটের দায়ে রিক্সা নিয়ে বের হয়েছি। টানা লকডাউনের কারণে রাস্তায় যাত্রী পাওয়া যায়না। সকাল ৯ টার সময় এসে দুই ঘন্টায় মাত্র ২০ টাকা ইনকাম করেছেন। সারাদিনে কস্ট করে এক দুইশ টাকা ইনকাম করলে ও এ আয়ে ছেলেমেয়েদেরকে নিয়ে চলেনা সংসার। এর মধ্যে অটোরিক্সা মহাসড়কে পেলে পুলিশ এসে দৌড়ানি দেয়, মাঝে মাঝে পার্কিংয়ে নিয়ে আটকে রাখে।
গত কিছুদিন আগে ও রিক্সা নিয়ে আটক করে রেখে দিয়েছিল, পরে স্থানীয় মেম্বারকে দিয়ে ছাড়িয়ে নিয়েছেন। মুইন উদ্দিন রিক্সাচালক হলে ও গত বছর থেকে এ পর্যন্ত মিলেনি কোন সরকারি সহায়তা। এভাবেই সাবলীলভাবে জীবনের গল্প শোনাচ্ছিলেন রিক্সাচালক মুইন উদ্দিন।
সরেজমিনে, ঢাকা সিলেট মহাসড়কে অনেকটা একই চিত্র দেখা গেছে যারা রিক্সা চালিয়েই জীবীকা নির্বাহ করেন। ব্রাক্ষণডুরা ইউনিয়নের নোয়াগাও গ্রামের রিক্সা চালক রাসেল মিয়া, ব্রাক্ষণডুরা গ্রামের রিক্সাচালক ইসমাইল মিয়া ও অভিযোগ করে বলেন, এই লকডাউনের কারণে তারা ভাল নেই। তাদের অনুরোধ সরকারের কাছে যেন লকডাউন তুলে দেয়া হয়।
সারাদেশ জুড়েই চলছে করোনার থাবা, এ থেকে প্রতিরোধ পেতে চলছে টানা লকডাউন। আর লকডাউনের কারণে প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের সাধারণ জীবন জীবীকায়। রাস্তাঘাটে পর্যাপ্ত মানুষের সমাগম না থাকায় প্রতিদিনের আয়ে চলেনা তাদের সংসার। এখন অবধি নিম্ন আয়ের মানুষদের হাতে পৌঁছে নি সরকারী সহায়তা।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম জানান, খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মানবিক সহায়তা নিম্ন আয়ের মানুষদের হাতে হাতে পৌঁছে দেয়া হবে।