” প্রিয়জন চলে গেলে ”
প্রিয়জন চলে গেলে সব কী শেষ হয়ে যায়?
কিছু দূর আকাশের নক্ষত্রের মতো
জ্বলজ্বলে স্মৃতি রয়ে যায়।
কিছু দহন থেকে যায় কয়লার গনগনে আগুনের মতো, কিছু কর্পূর ও আগরের গন্ধ নাকেই শুধু নয়
হৃদয়ে খুঁটি গেড়ে বসে থাকে সর্বদাই,
উদাস দৃষ্টিপটে ভেসে ওঠে একেকটা স্মৃতির মিনার, নদীর বুকে ঢেউ তুলে নৌকার ছলাৎছলাৎ শব্দের মতো স্মৃতিরা বারবার হানা দেয় মগজের ভিতরে,
কান্না গুলো বারবার আছড়ে পড়ে
হৃদয় সমুদ্রের তীরে অথচ পায় না কূলকিনারা!
লোকে বলে, ” ভুলে যাও, ভুলে থাকার চেয়ে
বড়ো কোনো ঔষধ নেই ভালো থাকার! ”
কিন্তু ভোলা কী এতোই সহজ,
এ বড়োই কঠিন সাধনা ভুলে থাকার ভাণ করা!
(সদ্য পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার কচিআম্মা’র স্মরণে উৎসর্গ করলাম এই কবিতাটি)