নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহিতুর রহমান রনি’র পিতা ফজলুল হক বৃহস্পতিবার(২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নাল্লিাহি—- রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ নবীগঞ্জ ওসমানী রোডস্থ শাহী ঈদগাহ ময়দানে বেলা ৩ টায় অনুষ্টিত হয়। পরে বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি পৌর এলাকার নহরপুর গ্রামে ২য় জানাজার নামাজ অনুষ্টিত হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রিয় সম্মান প্রদান করেন।
জানাজার নামাজে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম প্রমূখ। রাষ্ট্রিয় মর্যাদা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক শোক বার্তায় নিহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।