বাহার উদ্দিন, লাখাই থেকে : শস্য ভান্ডার খ্যাত লাখাইয়ে বোরোধান সংগ্রহের উদ্ভোধন করলেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার দুপুরবেলা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশের অন্যান্য জেলা উপজেলার ন্যায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১ এর শুভ উদ্ভোধন করেন খাদ্য মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্রী সাধন চন্দ্র মজুমদার। শুরুতে মন্ত্রী স্থানীয় কৃষকের সাথে কথা বলে ধানের ফলন,বাজারমূল্য সহ বিভিন্ন বিষয়ে অবগত হন।এতে কৃষকগন উজ্জীবিত। উদ্ভোধনী অনুষ্টানে তিনি বলেন কৃষকগন যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য তা নিশ্চিত করতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
এ সময় লাখাই খাদ্যে গুদাম প্রাঙ্গন থেকে যুক্তহন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দিলদার মাহমুদ সহ জেলা,উপজেলার কর্মকর্তাবৃন্দ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কৃষি অফিসার শাকিল খন্দকার, উপসহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য, লাখাই প্রেস ক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন,সাংবাদিক ফোরাম সভাপতি সুশীল চন্দ্র দাস,স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আয়োজনে ছিলেন খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সরকার।