নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশঁডর (দেবপাড়া) গ্রামে বুধবার দুপুরে এক যুক্তরাজ্য প্রবাসীর লোকজনকে মারধোর করে ক্ষেতের প্রায় ১৫০ মন কাঠা ধান জোরপূর্বক ছিনিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
ধান নেওয়ায় বাঁধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। এর মধ্যে আব্দুল মন্নাফ(৫৪) নামের এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
সুত্রে জানাযায়, উপজেলার উল্লেখিত গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হিফজুর মিয়ার প্রায় ১০/১২ কেদার জমির পাকা ধান লোকজন দিয়ে কাঠান তার চাচাতো ভাই আব্দুল মন্নাফ ও শিকদার আলী। ধান কাঠা শেষ হবার সাথে সাথে একই গ্রামের একদল দুর্বৃত্ত আব্দুল মন্নাফ ও শিকদার আলীর উপর হামলা চালায়। এতে আব্দুল মন্নাফ গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এর মধ্যে দুর্বৃত্তরা ধান নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এস. আই. অমিতাভ দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।