আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কে ভূয়া দাতের ডাক্তারকে ১ মাসের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন আহমদ । এ সময় তাকে সহযোগীতা করেন টেন টেস্ট ডাক্তার মো: আল আসিফ আবেদীন, নবীগঞ্জ থানার এস. আই মৃদুল ভৌমিকসহ একদল পুলিশ।
জানাযায়, চিকিৎসা করতে গিয়ে চৌধুরী মুস্তাফিজুর রহমান (৩৩) নামে এক ভুয়া ডাক্তারের অপ চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের ৩ টি দাত নষ্ট হয়ে যায়। দাত নষ্ট হওয়ার কারন জানতে চাইলে ওই ভুয়া ডাক্তার ভুক্তভোগীকে খারাপ ব্যবহার করে চেম্বার থেকে বের করে দেন।
এর প্রেক্ষিতে ওই ভূক্তভোগী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় দেখা যায় অভিযুক্ত ডাক্তার ভুয়া। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভুয়া ডাক্তার মুস্তাফিজুর রহমান (৩৩) নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের মৃতঃ আতাউর রহমান চৌধুরীর ছেলে । তিনি নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের ঘুরী ভিলায় “নবীগঞ্জ ডেন্টাল কেয়ার” নামে একটি দাতের চিকিৎসালয় পরিচালনা করে আসছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি।অভিযান পরিচালনা করার পর মুস্তাফিজুরের কাছে সঠিক কাগজপত্র না থাকায় ১ মাস জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।