নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন রুস্তমপুর টুল প্লাজা এলাকা থেকে ৫১ কেজি গাঁজাসহ গাজিপুর কাপাসিয়া থানার ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
জানা যায়, গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে র্যাব-৯ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলাধীন রুস্তমপুর টুল প্লাজায় চেক পোস্ট বসিয়ে গাজিপুর কাপাসিয়া থানার আড়ালিয়া এলাকার হিরন মিয়ার ছেলে মারুফ হোসেন (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আলামতসহ নবীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার এস.আই নাঈম আহমেদ।