আলমগীর কবির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ মাধবপুরে মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম আরজুকে (৭১) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সকালে করোনা আক্রান্ত হয়ে ঢাকা সেন্ট্রাল পুলিশ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যা রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাধবপুর ও চুনারুঘাট-৪ আসনের এমপি ও মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান ।
সোমবার নিজ বাড়ির পাশে মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ও থানা পুলিশসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শাহজাহানপুর ইউনিয়ন সুরমা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়,মোঃ শফিকুল ইসলাম আরজু মাষ্টার মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।