নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে পবিত্র মাহে রমজানে বিভিন্ন মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম, ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার (২৪ এপ্রিল) বেলা ২টায় সদরের কালিকাপাড়ায় অবস্থিত আল-জামিয়াতুল মাদানিয়া আল-ইসলামীয়া মাদ্রাসায় ৫০ জন এতিম ছাত্রদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
মাওলানা আব্দুল বাছিত আজাদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, দৈনিক আমার হবিগঞ্জ এর বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, এস আই আব্দুস ছাত্তারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। বানিয়াচং থানার আয়োজনে পর্যায়ক্রমে উপজেলার মোট ৮টি মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম বলেছেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম ধর্মে জঙ্গীবাদ, জ্বালাও পোড়াও, দাঙ্গাসহ কোন প্রকার অপরাধকে সমর্থন করে না। তাই ইসলাম ধর্মসহ সমাজ ও আইনের চোঁখে অপরাধ হয় এমন কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখতে হবে।
হবিগঞ্জকে শিল্প উন্নত ও শান্তির জেলা উল্লেখ করে তিনি এ জেলাকে আরো এগিয়ে নিতে সবাইকে একযুগে কাজ করার আহ্বান জানান।