আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরের রাস্তায় সুইচ গেইট সংলগ্ন স্থানে ঘুমন্ত কিশোর মোঃ সানি (১৪)কে ঘাতক ট্রাক্কর চাপা দিয়ে প্রাণ কেড়ে নিল। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ এপ্রিল) বিকালে।
পিতা-মাতার একমাত্র ছেলে কিশোর সানি মিয়ার বাবা রুকুম উদ্দিন কয়েক বছর আগে মারা যান। পালক পিতা আঙ্গুর মিয়ার তত্ত্বাবধানে লালন পালন হয় সানি। দূঘর্টনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঘাতক ট্রাক্কর ২টি থানায় নিয়ে আসে।
স্থানীয় সুত্রে জানাযায়, ওই ইউনিয়নের চানপুর গ্রামের কিশোর সানি মাছ ধরতে স্থানীয় গুঙ্গিয়াজুরি হাওরে মাছ ধরতে যায়। প্রচন্ড রোদ্রের তাপে রাস্তায় দাড়িয়ে থাকা একটি ট্রাক্কর গাড়ীর ছায়া’র মাঝে ঘুমিয়ে পড়ে।
এমন সময় অপর একটি ট্রাক্কর দাড়িয়ে থাকা ট্রাক্করকে ইচ্ছাকৃত ধাক্কা দিলে ঘুমন্ত কিশোর সানি ট্রাক্কর চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে থানার এসআই মৃদুল দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে কিশোরের লাশ উদ্ধার করেন। এ সময় ঘাতক ট্রাক্কর দু’টি আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।