বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে আউশ প্রণোদনার বীজ (যা বিক্রয়যোগ্য নয়) বিক্রির উদ্দেশ্যে কেনার অভিযোগে এস আলম ট্রেডার্সের মালিক আলম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার বাহুবল বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার এ কোর্ট পরিচালনা করে ওই পরিমাণ অর্থদণ্ড প্রদান করেন।
একই সঙ্গে দোকানটি থেকে ২২ বস্তা বীজ জব্দ করা হয়েছে। এছাড়াও তিনি টিসিবির পণ্য বিক্রয় ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন।