নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার বাহুবল উপজেলার বাহুবল বাজার, পুটিজুরী বাজার এবং মিরপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মাস্ক না পরায় ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা না থাকায় বাহুবল বাজার ও মিরপুর বাজারের দুই ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন জনাব স্নিগ্ধা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।
অন্যদিকে বাহুবল বাজার এবং পুটিজুরী বাজারে মাস্ক না পরায় ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করায় পাঁচ ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১৫০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশগুলো প্রদান করেন জনাব খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।