নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকার নির্দেশিত কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার(১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার কাকাইলছেও এবং সলৌরী বাজারে অভিযান পরিচালনা করা হয়। সরকারের নির্দেশনা মেনে বেশিরভাগ দোকানপাট, গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বাজারে জনসমাগমও নিয়ন্ত্রিত রয়েছে।সকলকে নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয় এবং নির্দেশনা অমান্যকারীদের অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ২টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয়।
বাজার মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে, পন্যের মজুদ যথেষ্ট এবং কোন পন্যের সংকট নেই বলে ব্যবসায়ীরা জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।