বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২০-২০২১ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মাঝে সার ও ধানের বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ মোট ৪০০জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ,১০ কেজি এমওপি সার,২০ কেজি বিএনপি সার , কৃষকদের মাঝে দেওয়া হয়। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ধান ও সার বিতরণ করা হয়।
১৭ এপ্রিল রোজ শনিবার দুপুর ১২ টায় বানিয়াচং উপজেলা কৃষি গুডাউনের পাশে আনুষ্ঠানিক ভাবে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হকের সন্ঞ্চালনায় উপস্থিত ছিলেন, ৬ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, আনোয়ার হোসেন, প্রমূখ, বানিয়াচং উপজেলার অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভর শীল।।