এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন ফুলমিয়া এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল ) বিকালে স্থানীয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল ও একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন ফুলমিয়া কে গার্ড অব অনার প্রদান করেন।
জানা যায়,বার্ধ্যক্ষজনিত কারণে নিজ গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর।তিনি স্ত্রী, ৩ ছেলে,মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
জানাজায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,মুক্তিযোদ্ধা সন্তান সহ ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন চৌধুরী সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন হয়।
উল্লেখ্য,১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক-হানাদার বাহিনীর ভয়াবহ আক্রমনের খবর রাজারবাগ পুলিশ লাইন হতে সারা দেশের পুলিশ সদস্যদের উদ্দ্যেশে বার্তা পাঠিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।