নবীগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামে বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের এ সংঘর্ষ হয়।
জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের কাদির মিয়ার সাথে পার্শ্ববর্তী ঘরের চাচাতো ভাতিজা নুরুল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কোর্টে ও থানায় মামলাও করা হয়।
সংঘর্ষে আহতরা হলেন, আব্দুল কাদির (৫৫), তার স্ত্রী রিনা বেগম (৪৫), ছেলে ইমন মিয়া (১৯), আবু ইউসুফ (২৫), ভাতিজা আব্দুল আজিদ (৩৬), তার বোন শিবলি বেগম (৪০) ও তার স্বামী আব্দুল আজাদসহ (৫০) অন্তত ২০ জন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় রিনা বেগম ও তার পুত্র ইমন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকীদের নবীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।