এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পৌরসভার মধ্য বাজারে লক ডাউনে দ্বিতীয় দিনে টিসিবি পন্য ক্রয়ে ভোক্তাদের ভীড়।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে ৩টায় ভ্রাম্যমান ট্রাক সেলস কার্যক্রম প্রক্রিয়ায় এই পন্য বিক্রয় করা হয়।
সরজমিনে দেখা যায়, বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন ট্রিডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)পবিত্র মাহে রমাদান উপলক্ষে ভ্রাম্যমান ট্রাক সেলস কার্যক্রম প্রক্রিয়ায় চিনি,মশুরী ডাল,পেঁয়াজ,ছোলা,খেজুর,তৈল সুলভ মূল্যে বিক্রয় করছে।
সকল প্রকার বিধি নিষেধ মেনে,সামাজিক দুরুত্ব বজায় রেখে বিক্রয় কার্যক্রম পেষ্টুনে লেখা থাকলেও ভোক্তাদের ভীড় লেগেই ছিল।পরবর্তীতে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ আলী আশরাফ উপস্থিত হয়ে সকল কে সাবধানতা অবলম্বন করে পন্য ক্রয় করার অনুরোধ জানান।এবং ডিলার কতৃপক্ষ কঠোর হুশিয়ারি করে দেন।
এ সময়ে তিনি সকল কে সতর্ক ভাবে চলাচলের নির্দেশ দেন।এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ জানান।