নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা জলসুখা বাজারে সরকার ঘোষিত কঠোর স্বাস্হ্যবিধি ও সর্বাত্মক লকডাউন নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকার নির্ধারিত সেবা বহির্ভূত দোকান খোলা রেখে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক ২টি দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন থানা পুলিশের একটি চৌকস দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।