মোঃজামাল হোসেন লিটন,চুনারুঘাটঃ
চুনারুঘাটে লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল পৌর সভাসহ উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
১৪ এপ্রিল বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে স্বাস্থবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর ২৫ (২) ধারায় ৩টি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় করোনা ভাইরাস সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেন । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও সত্যজিত রায় দাশ জানান।