আব্দুর রাজ্জাক রাজুঃ সিলেটের বিশ্বনাথে র্যাবের বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ চুনারুঘাটের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
(১৩ এপ্রিল) মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটে উপজেলার লামাকাজি ইউনিয়নের সৎপুর কামিল মাদরাসার গেটের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের আবদুর রউপের ছেলে শাহাব উদ্দিন (২৭) ও একই গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে ইসমাঈল খান (২৬)।
এসময় তাদের কাছ থেকে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় র্যাব-৯ সিলেটের এসআই মো. বাহার উদ্দিন বাদী হয়ে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।