এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৃষি অধিদপ্তরের বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর ও উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী।
জানা যায়, ২০২০-২১ অর্থবছরে খরিফ-১/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ বছর চুনারুঘাট উপজেলায় ৩৯৯০ জন কৃষকের প্রতিজন ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ০৫ কেজি আউশ বীজ দেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান,সাংবাদিক ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক গণ।