এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর অনলাইনে জুম অ্যাপস এর মাধ্যমে উপস্থিত ছিলেন।
জানা যায়, মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনের মাধ্যমে সভাটি পালন করা হয়। এসময় উপস্থিতি বিভিন্ন অতিথিগণ সকল কে সরকারি বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দেন। এবং প্রশাসনিক সহযোগিতায় কঠোরভাবে আগামী লক ডাউন পালনে সকল কে উৎসাহী করেন।
এ সময়ে সভায় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মেয়র, চুনারুঘাট পৌরসভা,মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি),ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন ও লুতফুর রহমান ও
উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক প্রমুখ।