আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের গুটিবাড়ি এলাকার ১৬ নম্বরে বন্য শুকুর কামড়ে চা বাগানের এক বৃদ্ধ মহিলা পূর্ণিমা মুন্ডার মৃুত্যু হয়েছে।
রোববার (১১ এপ্রিল) বিকাল ৩টার দিকে এঘটনাটি ঘটেছে।
নালুয়া চা বাগানের বড়বাবু সামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন- নালুয়া চা বাগান হাসপাতালে ডাক্তার না থাকায় তাৎক্ষণিত তাকে চুনারুঘাট সরকারি হাসপাতালে নেয়ার সময় পূর্ণিমা মুন্ডা মারা যায়। তার মুখে ও বুকের ডানপাশের শুকুরে কামড় দিয়েছে।