বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে লামাকাজি ইউনিয়নের রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী রিনা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল রোববার বেলা আড়াইটায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।
শিক্ষার্থী লায়েছ আহমদের সভাপতিত্বে ও শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষার্থী জুনেদ আহমদ, সুমন আহমদ, তানিম আহমদ, ফয়ছল আহমদ, বাসার আহমদ, কিবরিয়া, হাবিবুর রহমান, সালমা আক্তা তুলি, শিলা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থী মামুন, ইসলাম উদ্দিন, এনাম, আরিফ, নুরুল, শাবাজ, জুনেদ মিয়া, জুনেদ আহমদ, ফয়ছল, হাবিব, সুহেল আহমদ, তামান্না ফেরদৌস, তাছলিমা বেগম, রুবেনা বেগম, রেশমা বেগম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিলম্ভে রিনা বেগম হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যতায় কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
প্রঙ্গত, গত ৫ মে উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামের আবদুল করিমের মেয়ে ও রাগীব রাবেয়া বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী রিনা বেগমকে গলা টিপে হত্যা করার হয়েছে বলে তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেন।