নিজস্ব প্রতিবেদকঃ এমবিবিএস পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জান্নাতুল ফেরদৌস নওরিন।
জানা যায়, জান্নাতুল ফেরদৌস নওরিন চট্রগ্রাম মেডিকেল কলেজে মেধা তালিকায় ১২১৬ তম হয়েছেন।
গত রবিবার (৪ এপ্রিল) রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। জান্নাতুল ফেরদৌস নওরিন শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর গ্রামের মুজিবুর রহমান শাহীনের কণ্যা।
তার বাবা পুলিশের হেডকোয়ার্টারে ও মা শামীমা আক্তার লিপি একটি বেসরকারি চাকরিতে কমরত। নওরিন ২০১৮ সালে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমী এন্ড হাই স্কুল থেকে এসএসসিতে জিপিএ -৫ ও ২০২০ সালে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসিতে ও জিপিএ -৫ অর্জন করে।
নওরিন জানায়, তার এ সাফল্যের পেচনে বাবা ও মায়ের ভুমিকাই সবচেয়ে বেশি। বড় হয়ে জান্নাতুল ফেরদৌস নওরিন একজন মানবিক ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়।