নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় পানছড়িতে আশ্রয়ন প্রকল্পের ১৫টি ঘর আগুনে লেগেছে।
জানা যায়, বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে আশ্রয়নের একটি ঘরে।মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। চোখের পলকেই জ্বলে যায় একেকটি করে ১৫টি ঘর।
শেষ খবর পাওয়া পর্যন্ত শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভানোর কাজ করছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- ঘটনার খবর পেয়ে একটি ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর কাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।