নিজস্ব প্রতিবেদক: বেসরকারি ইঞ্জিনিয়ারদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (আইইএবি)এর প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূরুদ্দীন।
সংগঠনের স্টিয়ারিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম তুষার ও স্টিয়ারিং কমিটির কাউন্সিল ইঞ্জিনিয়ার ইমরান হোসাইন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রেসিডিয়াম সসদ্য ঘোষণা করা হয়।
দেশের আটটি বিভাগ ও ছয়টি শিল্প ইউনিট থেকে চৌদ্দ জন প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়। ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূরুদ্দীন সিলেট বিভাগীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধনশ্রী গ্রামে।
তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও পেশাজীবী সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন। বেসরকারি ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবী, কর্মপরিবেশ, বেতন ও মান উন্নয়নে আইইএবি কাজ করে আসছে।