চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রচারাভিযান এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুনারুঘাট উপজেলায় বাজারসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রচারাভিযান ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রচারাভিযানকালে স্বাস্থবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর ২৫ (২) ধারায় ০৬টি মামলায় ২ হাজার ৫ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত প্রচারাভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, ও সহকারী কমিশনার (ভূমি), মিল্টন চন্দ্র পাল।