নিজস্ব প্রতিবেদক : আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারে অভিযান চালিয়ে জাটকা মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমানসহ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় সরকারি নির্দেশনা না মেনে জাটকা (ইলিশ) বিক্রি করার দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুসারে মাছ ব্যবসায়ী মোঃ শাহিন মিয়া কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১৭ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।
জব্দকৃত ১৭ কেজি জাটকা মাছ সৌলরীতে অবস্থিত এতিমখানায় হস্তান্তর করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর জানান মাছ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।