ক্রীড়া ডেস্ক : অপেক্ষার পালা ঘুচিয়ে অবশেষে টেস্ট স্ট্যাটাস পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসির বোর্ড ও কমিটির মিটিংয়ে বাংলাদেশসহ আফগানিস্তান এবং জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল এখন থেকে টেস্ট ম্যাচও খেলতে পারবে।
এতদিন নারীদের টেস্ট খেলুড়ে দেশ ছিল ১০টি। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আইসিসির দুই সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল। এবার এই অভিজাত ক্লাবে নাম লেখালো বাংলাদেশও।