স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের নতুন বাজারে নজরুল ইসলাম তরফদার মার্কেটে অবস্থিত তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় লোকজন হঠাৎ আগুনের ধোয়া দেখতে পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস জানায়, ওই মার্কেটের সামনে ওয়েল্ডিং মেশিন দিয়ে রড জ্বালার কাজ করা হচ্ছিল এবং কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনের আগুনের রেনু তোলার গুদামে পড়ে যাওয়ার থেকেই আগুনে সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। চুনারুঘাট জনতা বোডিংয়ের মালিক মোঃ মশ্বব উল্ল্যা ওই মার্কেটে তুলা মজুদ করে রেখে ছিলেন।
মোঃ মশ্বব উল্ল্যা জানান, এ গুদামে আগুন লেগে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। চুনারুঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।