চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে ভিজিডি চাউল বিতরণ করা হয়েছে।
(১ এপ্রিল) বৃহস্পতিবার সকালে আহম্মদাবাদ ইউনিয়নে ভিজিডি চাউল বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু।
এসময় উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধা নমীর খান,ইউপি সচিব মাসুদ আহমদ,উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,ইউপি সদস্য নটবর রুদ্রপাল,সোহেল কালাম আজাদ চৌধুরী,মাখন গোস্বামী, চন্দ্রতাতী, সফিকুর রহমান সাপু,ফরিদ মিয়া,গোল বাহার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহিন আলম।
চেয়ারম্যান সনজু চৌধুরী বলেন,অসহায় ও গরীব নারী সুবিধাভোগীদের প্রাপ্য, তাদের বুঝিয়ে দিয়েছি।তারা যেনন মাহে রমজানে স্বাচ্ছন্দ্যে মত রোজা রাখতে পারেন। তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার ও স্থানীয় সংসদ বিমান প্রতিমন্ত্রী এড.মাহবুব আলীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।