কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন বর্তমান ক্ষমতা সীন আওয়ামীলীগ সরকার বিদ্যুতের আলো সকলের ঘরে ঘরে পৌছে দিবে। সাড়ে ৬বছরে সরকার ১০হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ করেছে।
তিনি আরও বলেন, তারেক জিয়া বিদ্যুৎ খাতে ব্যাপক লোটপাট করে ঐ খাতকে ধ্বংশ করে দিয়ে ছিল। আওয়ামীলীগ জনগনের কোন অপকার করে না। সরকর বিদ্যুতের মত গ্যাস ও ঘরে ঘরে পৌছে দেয়ার জন্য কাজ করছে।
শনিবার বিকালে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরান বাজার কাচা বাজার সংলগ্ন মাঠে ২০কিঃ মিঃ বিদ্যুতায়নের মধ্যে ৬,৭,৮ ও৯ নং ওয়ার্ডে বিদ্যুৎ লাইন উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, শায়েস্তাগঞ্জের প্রায় সবগুলো শিক্ষাপ্রতিষ্টানেই নতুন ভবন নির্মানসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। হবিগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবী মেডিকেল কলেজের অনুমোদন নিয়ে এসেছি।
শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ৪টি বিষয়ে অনার্স কোর্স চালু করেছে। এবং আপনাদের প্রাণের দাবী উপজেলা ঘোষনা এখন সময়ের ব্যাপার। দেশে ব্যাপক উন্নয়ন এর মাঝে বিএনপি জামায়াত অহেতুক কারনে নাশকতা করছে। মানুষ মেরে রাজনীতি করা যায় না। ক্ষমতায় যেতেগেলে জনগনের সমর্থন লাগে যা বিএনপি জামায়েতের নেই। সরকার নাশকতাকারীদের বিন্দুমাত্রও ছাড় দিবেনা।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জপল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মোঃ সোলাইমান মিয়া।
উপস্থিত ছিলেন থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, মোঃ আব্দুল মুকিত জেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি আতাউর রহমান মাসুক, সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সহসভাপতি রাহেল মিয়া সরদার, খলিলুর রহমান, মোঃ আব্দুল হক, যুগ্ম সাধারন সম্পাদক সিতার আহমেদ খায়রুল আলম মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, মোঃ তাহের মিয়া, মোশারফ হুসেন শাহেদ, সৈয়দ এবাদুল হক শাহিন, মোঃ আব্দুস শহীদ, আব্দুল কাদির দরবেশ, জুনাইদ তালুকদার, মিজানুর রহমান মিজান, গাজীউর রহমান ইমরান, তাজুল ইসলাম পুলক, মাসুক আহমেদ প্রমুখ।