মোঃজামাল হোসেন লিটন,চুনারুঘাট : জেলার চুনারুঘাট মধ্যবাজার হইতে থানার গেইট পর্যন্ত গুরুতপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ১৯ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ১৩৫ মিটার আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন নব – নির্বাচিত মেয়র মো: সাইফুল আলম রুবেল।
সোমবার দুপুরে এ কাজের শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আলী আশরাফ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আরজু মিয়া, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: জালাল মিয়া, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুল হামিদ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহমদ তালুকদার, মহিলা কাউন্সিলর ফেরদৌস বকুল, সহকারী প্রকৌশলী কাজী মো: আবু ওবায়েদ, রাজেশ ঘোষ, ডিলিজেন্ট এর ঠিকাদার মো: আব্দুল মাকেল(হাফিজ), লালমিয়া মেম্বারসহ নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত মেয়র বলেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম কাজের শুভ উদ্বোধন করেছি। আশাকরি সকলের সার্বিক সহযোগীতায় পৌরসভার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারব। পৌরসভার উন্নয়নে সকলের সহযোগীতা চাই।