শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩দিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে।
শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সার্টিফিকেট বিতরণের মধ্যদিয়ে প্রশিক্ষণের সমাপন হয়। এর আগে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় ৩দিনের এ প্রশিক্ষণ।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এ প্রশিক্ষণের আয়োজন করে।
সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর।
প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো: আবু জাহির বলেছেন, আপনাদের লিখনির মাধ্যমে যেনো সত্য তথ্য প্রকাশ পায়। তিনি বলেন, আমাদের সমাজে প্রশিক্ষণের বিকল্প নেই। তিন দিন যা শিখেছেন তা ধরে রাখার চেষ্টা করবেন।
পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেছেন, তিন দিনে বেশি কিছু শিখা সম্ভব নয়, তারপরও যা শিখেছেন সংবাদ লিখতে কাজে লাগবে।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা দিলীপ কুমার বণিক।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন সাঁই’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ইনস্টিটিউটের সহকারি প্রশিক্ষক নাসিমুল হাসান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুর রকিব, সাবেক সভাপতি সমুজ আলী আহমেদ, এডভোকেট হুমায়ূন কবির সৈকত, ফিরুজুল ইসলাম চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠনের উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ইয়াছিনুল হক, বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আলমগীর খান,
সমাপনি দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের বার্তা প্রধান পলাশ আহসান। এছাড়াও প্রশিক্ষক ছিলেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মোস্তাফিজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. প্রদীপ কুমার পা-ে।
এ প্রশিক্ষণে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।