চুনারুঘাট প্রতিনিধি : তোহা (১৬) নামের দশম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে দিয়েছে চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের আঃ হেকিমের পুত্র জুনেদ(২৫) ।
২৮ মার্চ সকাল প্রায় ৮ ঘটিকায় উপজেলার আমুরোড বাজারে রাহুল মিয়ার পান দোকানের সামনে ঘটনাটি ঘটেছে।
আহত তোহাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তোহা একই গ্রামের মৃতঃ আঃ রউফের পুত্র ও আমুরোড হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী রাহুল মিয়া জানান, ঘটনার সময় তোহা তার দোকানে সওদা কিনছিল। হঠাৎ করে জুনেদ এসে হাতে থাকা শপিং ব্যাগ থেকে ছুরি বের করে তোহাকে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে ফেলে। আহত তোহাকে স্বজনরা হাসপাতালে নিয়ে যান।
পরে, খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই ভুপেন্দ্র বর্মন এর নেতৃত্বে একদল পুলিশ এসে আটককৃত জুনেদকে থানায় নিয়ে যান।
এদিকে অনেকটা সরল প্রকৃতির তোহাকে ছুরিকাঘাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশে নিন্দার ঝড় বইছে ।
এ ঘটনায় লোকজন জুনেদের পরিবারের প্রতিও অসন্তোষ প্রকাশ করছে।
লোকজন বলাবলি করছে ইতিমধ্যে জুনেদ যতগুলো অঘটন ঘটিয়েছে তার প্রত্যেকটি থেকেই তার পরিবার তাকে বাঁচানোর চেষ্টা করেছে।
২০১৬ সালে জুনেদ মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জনতার হাতে আটক হলে তার বাবা আঃ হেকিম ও তার ভাই হাছান মিয়াসহ তার পরিবারের লোকজন দা-লাঠি নিয়ে জনতার উপর হামলা করে জুনেদকে ছিনিয়ে নিয়েছিল। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া সহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
এর আগে জুনেদ ইভটিজিং করায় ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রাপ্ত হওয়ার ঘটনায়ও তার পরিবার অনেককে অনেক হুমকি-ধামকি দিয়েছিল।
আমুরোড বাজারের ব্যবসায়ী এমরান মিয়ার বিদ্যুতের লাইন কাটা সংক্রান্ত কারণে এমরানের সাথে জুনেদের ঝগড়া বিবাদকে কেন্দ্র করে জুনেদের বাপ ভাইয়েরা এমরানকে মারপিট করে আহত করেছিল।
চুরি, ছিনতাই, ইভটিজিং, মাদক চোরা কারবারি, জবর দখল সহ জুনেদের বিরুদ্ধে বহু অপকর্মের অভিযোগ রয়েছে।
একাধিক মামলায় একাধিক বার জেল খাটা এই জুনেদের অপকর্মের শেষ দেখতে চায় এলাকাবাসী।