দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামীকালও হরতাল কর্মসূচি পালন করবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটিকে সঠিক নয় বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী।
আজ বিকেলে এ তথ্য জানান তিনি।
মাওলানা ফজলুল করিম কাসেমী বলেন, হরতালের সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী বিক্ষোভে নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে হরতাল কর্মসূচি পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।