আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ওসির গাড়ি ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার (২৮ মার্চ) সকাল থেকে শুরু হওয়া হেফাজতের হরতালের কর্মসূচি পালনের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলায় আহত ওসি নূরুল ইসলাম, এসআই পুনয়েল ও এসআই নজিবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।