বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় কাপনের কাপড় পড়ে পিকেটিং করছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির ঢাকা সফরবিরােধী বিক্ষোভে হামলার প্রতিবাদে হবিগঞ্জের বাহুবলে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীরা হরতাল পালন করছে ।
রােববার ( ২৮ মার্চ ) সকাল ৬ টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থান অবরােধ করে তারা এ হরতাল পালন করছে । এ সময় কিছু নেতা কর্মীদের কাপনের কাপড় পড়ে মহাসড়ক অবরােধ করতে দেখা যায় ।
এতে নেতৃত্ব দিচ্ছেন মাওলানা আব্দুল খালিক ও মাওলানা আজিজুর রহমান মানিক । এ সময় হরতাল পালনে কোনাে ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।