বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্রী রিনা বেগম হত্যার সাথে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। লামাকাজী বাজারে শুক্রবার বিকেলে এলাকাবাসি ও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ওর আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রায় আধার ওই সড়ক অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
লামাকাজী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও সংগঠক সমর আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এলাকার মুরব্বী হারুন আহমদ, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু-বক্কর ফয়ছল, যুবলীগের প্রচার সম্পাদক ফয়জুল ইসলাম সুমন, সদস্য লায়েক আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমীর দে।
প্রসঙ্গত, গত ৫ মে উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের মঈন উদ্দিনের ঘর থেকে রাগীব-রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীতে ছাত্রী রিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ড দাবি করেছে। অন্যদিকে অভিযুক্তরা এটিকে আতœহত্যা দাবি করছেন।