নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে টিএইচও ডাক্তার মোজাম্মেল হক ও আরএমও ডাক্তার ফাতেমা হক উপস্থিতিতে এই দিবসটি পালন করা হয়।
আজ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে জাতীয় যক্ষ্মা, পুষ্টি কর্মসূচির আয়োজনে ও হীড বাংলাদেশের সহযোগিতায় যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই মহামারীর নির্মূলে দিবসটি পালিত হয়।
১৮৮২ সালের এই দিনে ড. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার এবং এর রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষ্মা দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙিকার,যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়া’
যক্ষ্মা এখনো বিশ্বের দশটি মৃত্যুজনিত কারণের মধ্যে অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতিদিন বিশ্বে চার হাজার মানুষ যক্ষ্মা রোগে মারা যান এবং ৩০ হাজার আক্রান্ত হন। তবে বৈশ্বিক প্রচেষ্টায় ২০০০ সাল থেকে ৫৮ মিলিয়ন মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।
২০১৮ সালে সেপ্টেম্বর থেকে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে যক্ষ্মা রোগ নির্মূলে বিশ্বে নেতৃবৃন্দ একমত হন। দিবসটি উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকার, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা, স্বাস্থ্য সেবা দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানকে যক্ষ্মা রোগী খুঁজে সবাইকে চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছে।
শেখ জসিম সঞ্চালনায় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সদস্য আসাদুল আলম সুজন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।