চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও চা বাগানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অবৈধ বালু জব্দ, ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩মার্চ) বিকাল ৪টা হইতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই চা বাগানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ২৫টি ড্রেজার মেশিন ও প্রায় ২৫০০ মিটার পাইপ বিনষ্ট করেন এবং প্রায় ৩৪,৫০০ ঘনমিটার সিলিকা বালু জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জিম্মায় রাখা হয়েছে।
অবৈধ বালু ব্যবসায়ীরা এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান আচ করতে পেরে সেখান থেকে পালিয়ে যায়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ এ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় চুনারুঘাট থানা পুলিশে একটি টিম এ অভিযানে সহযোগীতা করেছেন।