আব্দুর রাজ্জাক রাজুঃ মহিমাউড়া জনকল্যাণ ক্লাবের আয়োজনে পানছরি আশ্রয়ন মাঠে এক বিশাল ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(২৩ মার্চ) মঙ্গলবার উপজেলার পানছড়ি আশ্রায়ন খেলার মাঠে মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকলীগ নেতা খালেদ তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, র্যাব হবিগঞ্জ এর কর্মকর্তা ফখরু চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিক তরফদার, সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখলাছ,ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহেদ তরফদার, সাধারণ সম্পাদক বিলাশ সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ফুটবল খেলাটির পৃষ্ঠপোষকতা করেন ৫নং শানখলা ইউপি নির্বাচনে নৌকা মার্কা প্রত্যাশী খালেদ তরফদার।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে পানছড়ি আশ্রয়ন এর মাঠে এর গোলপোস্ট নির্মানের জন্য বলা হয়। তিনি আগামী ১ মাসের মধ্যে গোলপোস্ট করে দিবেন বলে এলাকাবাসী কে আশ্বস্ত করেন।