আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের বহু কাংখিত আমুরোড বাজার হইতে গাদিশাল গ্রামের রাস্তার পাকা কাজ শুরু হয়েছে।
(২১ মার্চ) রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্য ও বিমান প্রতিমন্ত্রীর নির্দেশক্রমে আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী ও আজমান যুবলীগ নেতা হারুনুর রশীদ রঙ্গু এক মিলাদের আয়োজন করেন।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান হাজি আঃ লতিফ,তথ্য ও গবেষণা সম্পাদক প্রবীন মুরুব্বি হাছন আলী,বীরমুক্তিযোদ্ধা হাজী আঃ রহমান আজাদ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,উপজেলা যুবলীগ সেক্রেটারি কাজী আনোয়ার হোসেন,উপজেলা তাতীলীগের সেক্রেটারী মিজানুর রহমান বাবুল,বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী ও রাস্তা পাকা করার দাবীতে ১ম আবেদনকারী হাফিজুর রহমান মামুন,অবঃপ্রাপ্ত অডিটার কুতুব মিয়া,স্থানীয় ইউপি সদস্য সফিকুর রহমান সাপু,আঃ মুকিত মানি,ফজল মিয়া ও ঠিকাদার কবির মিয়া প্রমুখ।