চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তদের হামলায় ৯০বছরের এক বৃদ্ধসহ ৩জন আহত হয়েছেন।
জানা যায়, শনিবার বিকেলে উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের উত্তর রাণীগাঁও গ্রামের মোঃ মাহতাব উদ্দিন চৌধুরীর বাড়ীতে একই গ্রামের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বাড়ী ঘর ভাংচুর করে।
এসময় হামলাকারীদের রামদার কোপে মৃত মোক্তাদির আলীর ছেলে মাহতাব উদ্দিন চৌধুরী (৯০), মৃত বাহা উদ্দিন চৌধুরীর ছেলে রুবেল আহমেদ চৌধুরী (৩৫) ও মাহতাব উদ্দিন চৌধুরীর ছেলে সোহেল আহমেদ চৌধুরী (৩৭) গুরুতর আহত হয়। গুরুতর আহত ৩জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান নুরুল মুমিন চৌধুরী ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।