মোঃজামাল হোসেন লিটনঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজে লা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার দুর্গাপুর গ্রামের লন্ডনী বাড়িতে কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা এ,জেড,এম জাহিদ।
বিএনপির আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিকে গউস, কেন্দ্রীয় নেতা শাম্মি আক্তার, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। এতে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচনে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ৪৮৬ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। নিকটতম এডভোকেট আব্দুল হাই পান ২১৬ ভোট। সহ-সভাপতি পদে এডভোকেট মনিরুল ইসলাম ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে এডভোকেট মীর সিরাজ আলী ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম শামছুল হক তালুকদার পান ২১৫ ভোট। এছাড়া যুগ্ন সম্পাদক পদে আঃ রহিম শ্যামল ৩৬৮ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে আঃ করিম সরকার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। উপজেলার ১০টি ইউনিয়নের ৭১০ জনের মধ্যে ৬৮৯ জন ভোট প্রদান করেন।