নিজস্ব প্রতিবেদক : র্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ এক জন পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার।
১৯ মার্চ ২০২১ ইং তারিখ ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৫ নং ইউপির ৩নং ওয়ার্ডের তগলী গ্রামের সিটকো সিএনজি লিমিটেড এর সামনে সিলেট টু ঢাকা গামী হাইওয়ে রাস্তায় অভিযান পরিচালনা করে –
১৮ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি আহম্মদ আলী (৩০), পিতা- মৃত আসর আলী মীর, সাং-হাটোনডা মীরবাড়ী, থানাঃ চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।